অবতক খবর,৩০ আগস্টঃ জগদ্দলের চার নম্বর বিচুলি ঘাট গঙ্গা ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল চার বালক।

এরা প্রত্যেকেই জগদ্দলে স্টেশন সংলগ্ন পূর্বাশা এলাকার বাসিন্দা।এদের প্রত্যেকের বয়স ১১ থেকে ১৫ এর মধ্যে। মঙ্গলবার দুপুর নাগাদ জগদ্দল চার নম্বর বিচুলি ঘাটে স্নান করতে এসেই গঙ্গায় তলিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় জগদ্দল থানার পুলিশ। এ ছাড়াও ঘটনাস্থলে এসে পুলিশের সাথে কথা বলেন ভাটপাড়া বিধায়ক পবন সিং।চার বালককে উদ্ধারে গঙ্গায় নামলো ডুবুরি।