অবতক খবর,২৭ জুলাই: চলতি মাসের 4 তারিখ থেকে জগদ্দল অ্যালায়েন্স জুট মিলে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে মিলটি বন্ধ করে রেখেছে মিল কর্তৃপক্ষ। মূলত শ্রমিকদের দুর্ব্যবহার এবং উৎপাদন কম দেওয়ায় মিলের লোকসান হওয়ার কারণ দেখিয়ে এই মিলটি টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্ক করা হয়েছে।

ফলে কর্মহীন হয়ে রয়েছে এই মিলের প্রায় তিন হাজার শ্রমিক। কিন্তু এই সমস্ত শ্রমিকদের বকেয়া টাকা থেকে বঞ্চিত হয়ে রয়েছে শ্রমিকদের, তার পাশাপাশি মিল বন্ধ হওয়ার আগে যারা লোন নেওয়ার জন্য আবেদন করেছিলেন তাদেরকে সেই লোন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

ফলে চরম অসুবিধার মধ্যে রয়েছে এই মিলের শ্রমিক ও তাদের পরিবার। অবিলম্বে তাদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে মিলের গেটে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা।