অবতক খবর,৫ ডিসেম্বর: ঘূর্ণিঝড় জাওয়াদ এর আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ থাকার পরেও জগদ্দল ফেরিঘাটে স্থানীয় মাঝিরা রীতিমত প্রানের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষকে নিয়ে গঙ্গা পারাপার করছে।
ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে এ রাজ্যে প্রবল বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে দিনভর।সে জন্যই সাধারণ মানুষের নিরাপত্তার কারণে অন্যান্য ফেরিঘাটের পাশাপাশি জগদ্দল ফেরিঘাটেও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে শনিবার থেকেই। কিন্তু তা সত্ত্বেও রবিবার প্রবল প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যেও রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে জগদ্দল থেকে চন্দননগর গঙ্গা পারাপার চলছে। স্থানীয় মাঝিরা নিজেদের নৌকা নিয়ে এই গঙ্গা পারাপারের কাজ করছে।এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেকোনো সময় দুর্ঘটনা আশঙ্কা থেকেই যাচ্ছে।