অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া –  করোনা পরিস্থিতিতে বেলুড়ের রামকৃষ্ণ মিশন সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় সাধারণের প্রবেশ বন্ধ থাকছে। ৭৫ বছরের এই পুজো এ বার হবে মা সারদার প্রার্থণা কক্ষে। নব্বইয়ের দশক পর্যন্ত ওই কক্ষেই হত পুজো।

 

তারপর থেকে প্রার্থণা কক্ষের পাশে কংক্রিটের বেদিতে হত এই পুজো। এ বছর করোনা পরিস্থিতিতে ফের প্রার্থনা কক্ষেই হবে সেই পুজো। তবে পুজোর সরাসরি সম্প্রচার সারদাপীঠ ও বেলুড়মঠের নিজস্ব ওয়েবসাইটে দেখা যাবে।

 

সন্ন্যাসী ও ব্রহ্মচারীরা মিলেই করবেন এই পুজো। ২২ নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের সন্ধ্যারতির পরে জগদ্ধাত্রী পুজোর অধিবাস হবে। ২৩ নভেম্বর সারা দিন চলবে পুজো। ২৪ নভেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে সারদা মায়ের ঘাটেই হবে প্রতিমা বিসর্জন।