অবতক খবর , কার্তিক , ঝাড়গ্রাম:- পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত জঙ্গলমহল কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার ঝারগ্রাম স্টেডিয়ামে, উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর, এবং তিনি বিভিন্ন বিভাগে জয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই বছর নভেম্বরের শেষের দিকে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল কাপের সূচনা হয়, মূলত জঙ্গলমহলের ছেলেমেয়েদের প্রতিভাকে সামনে তুলে আনার জন্য প্রতিবছর এই জঙ্গলকাপ অনুষ্ঠিত হয়ে থাকে।
মূলত তীরন্দাজি, কবাডি, ফুটবল এই তিন ধরনের খেলায় জঙ্গলমহলের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল, এবং আজ এই জঙ্গলমহল কাপের ফাইনাল অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম স্টেডিয়ামে, এই তিন ধরনের খেলায় যে সমস্ত ছেলে মেয়েরা জয় লাভ করেছিলেন তাদের হাতে পুরস্কার তুলে দেন
ঝাড়গ্রাম জেলার জেলা পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর । জেলা পুলিশ সুপার অনুষ্ঠানে এসে বলেন ” পশ্চিমবঙ্গ সরকারের একটি ভালো উদ্যোগ হলো জঙ্গল মহল কাপ, নতুন প্রজন্মের উদ্বুদ্ধ করার জন্যেই এই উদ্যোগ”।