অবতক খবর,সংবাদদাতা,ঝাড়গ্রাম , ২৮শে ফেব্রুয়ারী :: জঙ্গলে আগুন লাগাবেন না, গ্রামবাসীদের বোঝালেন কলেজ পড়ুয়া থেকে অধ্যাপকরা। কলেজ পড়ুয়ারা ফিল্ড সার্ভে গিয়ে এহেন সচেতনতা বার্তাই দিলেন গ্রামবাসীদের।ঝাড়গ্রামে জেলার জামবনি ব্লকের সেবাভারতী মহাবিদ্যালয়ের পড়ুয়ারা কুশবনি জঙ্গল লাগোয়া কপাটকাটা গ্রামে সচেতনতা প্রচার চালান। গ্রামের বাসিন্দাদের পড়ুয়ারা বোঝালেন জঙ্গলে গাছ, পশুপাখি থেকে শুরু করে নানা কীটপতঙ্গের প্রয়োজনীতা।
কলেজের ভূগোল বিভাগের দুই অধ্যাপক প্রণব সাহু, কিশোর দণ্ডপাটরা পড়ুয়াদের সঙ্গে গ্রামে গিয়েছিলেন। ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রণব সাহু বলেন,‘এই সময় শালপাতা ঝরতে থাকে। অনেক সময় দেখা যায় যে ইচ্ছা করে বা অনিচ্ছাকৃত ভাবে মানুষজন সেই শুকনো পাতায় আগুন লাগিয়ে দেন। ফলে জঙ্গলের মধ্যে থাকা বাস্তুতন্ত্রের ব্যাপক পরিমানে ক্ষতি হয়। আগুন লাগানো উচিত নয় সে বিষয়ে পড়ুয়ারা গ্রামগুলিতে সচেতনতা প্রচার করে।’