অবতক খবর,২৬ জুন: বিড়ি শ্রমিকদের নাষ্য মজুরি সহ বিভিন্ন দাবী আদায়ে ১৯৫৫ সালে প্রাক্তন সাংসদ ও বিধায়ক হাজী লুৎফল হকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল জঙ্গিপুর মহুকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন। সেই
জঙ্গিপুর মহুকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের ৭০ তম বর্ষ উৎযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সুতির অরঙ্গাবাদের বোরবোনা হাট সংলগ্ন জঙ্গিপুর মহুকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন INTUC অফিস প্রাঙনে।

জঙ্গিপুর মহকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং, আই এন টি ইউ সি পতাকা উত্তোলনের মাধ্যমে এদিনের ৭০ তম বর্ষ উৎযাপন অনুষ্ঠানের সুচনা করেন জঙ্গিপুর মহুকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুতির জননেতা হাজী লুৎফল হকের পুত্র, সুতির প্রাক্তন বিধায়ক হুমায়ুন রেজা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন RSP বিড়ি শ্রমিক ইউনিয়নের নেতা নিজামুদ্দিন আহমেদ, সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা অমল চৌধুরী, এসইউসিআই এর শ্রমিক সংগঠনের নেতা শিশির সিংহ।

উপস্থিত ছিলেন জঙ্গিপুর মহুকুমা আদালতে বিশিষ্ট আইনজীবী এস এম ইউসুফ আলি, মলয় গুপ্ত, সহ এক ঝাঁক আইনজীবী সহ জঙ্গিপুর মহুকুমা এলাকার বিভিন্ন ব্লকের কংগ্রেস নেতা কর্মী ও জনপ্রতিনিধী সহ প্রমুখরা।

বিড়ি মজুরি বৃদ্ধি সহ বিড়ি শ্রমিকদের নানা বঞ্চনার পাসাপাসি জঙ্গিপুর মহুকুমা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও মরহুম হাজী লুৎফল হকের বিড়ি শ্রমিকদের নিয়ে নানা আন্দলনের কথা তুলে ধরেন বিশিষ্টজনেরা।

এদিনের অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে বিড়ি শ্রমিকদের জন্য মরনপন লড়াইয়ের ঘোষনা দিতে দেখা গেল হাজী লুৎফল হকের পৌত্র ও বর্তমান জঙ্গিপুর মহুকুমা বিড়ি শ্রমিক ইউনিয়নের সম্পাদক বিশিষ্ট শিক্ষক আলি রেজা।