অবতক খবর ,বারাসাত ::জঙ্গি সন্দেহে ছাত্রীকে ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার পরে তদন্তকারীরা জাল গুটিয়ে নিয়ে আসলে এবং ছাত্রীকে জেরা করার পর একই কলেজের প্রথম বর্ষের ছাত্র মনাজিরুল ইসলাম মন্ডলকে দেগঙ্গা থানার পুলিশ হাঁদিপুর গ্রাম থেকে যুবককে আটক করে। ছাত্রের বাবা রুহুল আমিন ইসলাম স্থানীয় এক মাদ্রাসায় শিক্ষকতা করেন। বৃহস্পতিবার গভীর রাতে আটক করা হয় ছাত্রকে। ধৃত ছাত্রের কাছ থেকে কলকাতা পুলিশের এসটিএফ বেশ কয়েকটি মোবাইল ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে।
পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তথ্য আদান প্রদান, ফেসবুক গ্রূপে একাধিকবার যোগাযোগ করা এবং এখানকার ধর্মীয় উস্কানিমূলক কাজ ও যুবক-যুবতীর দেশবিরোধী কাজের সঙ্গে যোগসুত্র তৈরি করা। পুলিশ একাধিক তথ্য পেয়েছে এই ছাত্রকে জেরা করে। যে জঙ্গি সংগঠনগুলি কলেজের কমবয়সী পড়ুয়াদের মগজ ধোলাই করে। ধর্মীয় উস্কানিকে কাজে লাগিয়ে দেশ বিরোধী কাজে লাগাচ্ছে। তার সরাসরি প্রমাণ পাওয়া গেল।