অবতক খবর,৮ অক্টোবর: হিন্দি টেলিভিশন জগতের অন্যতম কমেডি ধারাবাহিক হলো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ যা বহু বছর ধরে টেলিভিশনের জগতে রাজত্ব করছে। এই সিরিয়ালে এবার আর দেখা যাবে না নাট্যকার নট্টু কাকাকে। রবিবারে প্রয়াত হয়েছেন জেঠালালের কর্মচারী অভিনেতা ঘনশ্যাম নায়েক। এই ধারাবাহিকে তাকে দেখা যেত নাট্টু কাকার চরিত্রে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৬ বছর।
বেশ কিছুদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তারক মেহতা কা উল্টা চশমা খ্যাত অভিনেতা ঘনশ্যাম নায়েক।মাঝে শুটিং থেকেই নিয়েছিলেন সাময়িক বিরতি।
রবিবার বিকেলে নটুকাকা চলে যাওয়ার কথা জানালেন, তারক মেহতার প্রযোজক অসিত কুমার মোদি
রবিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেঠালালের কর্মচারী, নট্টু কাকা অভিনেতা ঘনশ্যাম নায়েক। গত বছর ধরেই মারণ রোগ সঙ্গে লড়াই চালাচ্ছিলেন তিনি। আর পেরে উঠলেন না, অসময়ে হাল ছাড়তে হল তাঁকে।
মাত্র সাত বছর বয়সে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন ঘনশ্যাম। ১৯৬০ সালে মাসুম ছবিতে তাকে দেখা গিয়েছিল শিশু শিল্পীর ভূমিকায়।অভিনেতা ঘনশ্যাম নায়ক অভিনয় করেছেন প্রায় ১০০টির মত হিন্দি এবং গুজরাটি ছবিতে। পাশাপাশি ৩৫০টিরও বেশি ধারাবাহিক অভিনয় করেছিলেন তিনি।
চুটিয়ে অভিনয় জগতে অভিনয় করতেন এবং মঞ্চ হোক বা ছোটপর্দায় কিংবা বড় পর্দায় তাকে দেখা যেত।
তবে শুধু একজন অভিনেতা নন একজন গায়ক ও ভয়েস ওভার আর্টিষ্ট ছিলেন ঘনশ্যাম নায়ক।