নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : মেচেদা : জেলার অধিকাংশ মানুষ ভোর থেকে ভিড় জমাত এই মেচেদা প্ল্যাটফর্মে। কারন জেলার প্রবেশদ্বার মেচেদা স্টেশন । একদিকে কলকাতা অপরদিকে খড়্গপুর সকাল হলেই প্রচুর মানুষ ভিড় করে লাইনে দাঁড়িয়ে থাকতেন তাদের গন্তব্যে পৌঁছানোর একমাত্র পরিবহন এই লোকাল ট্রেন ধরার জন্য। তারপর গাদাগাদি করে ট্রেনে ওঠা।
প্রত্যহ রুটি রোজগারের একমাত্র পরিবহন ছিল এই লোকাল ট্রেন। কিন্তু আজ তার চাকা স্লথ, সারিসারি ভাবে দাঁড়িয়ে ট্রেনগুলি। পূর্বের দিনগুলিতে ভীড়ে ঠাসা প্ল্যাটফর্ম আজ জনমানুষ শূন্য ফাঁকা সুনসান প্ল্যাটফর্মের চিত্রটা আজ সম্পূর্ণই অচেনা ।