নিজস্ব সংবাদদাতা :: ইসলামপুর ::   জন্মদিন উপলক্ষ্যে বৃদ্ধাশ্রমে গিয়ে আবাসিকদের পাত পেড়ে খাওয়ালেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের রায়গঞ্জ এরিয়া অফিসের এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কৌশিক মণ্ডল। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দুর্গানগরে। তিনি বৃহস্পতিবার তার বন্ধুদের নিয়ে ৩৪তম জন্মদিনে চোপড়ার সুভাষ নগর ডি বি এম বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যান্হ ভোজন করান।

কৌশিক বাবু জানান, প্রত্যেক বারে তিনি তার জন্মদিন রায়গঞ্জের অনাথ আশ্রমের আবাসিক দের নিয়েই করেন। আর এতে তিনি ভীষন আনন্দ পান। এবারে কালাগছ বৃদ্ধাশ্রমে প্রথম তার জন্মদিন পালন। তিনি আরও জানান, কয়েকদিন আগেই তিনি একটি কন্যা সন্তানের বাবা হয়েছেন। তাই অন্যান্য বারের থেকে এবারের জন্মদিনে একটু বাড়তি আনন্দ।

তার সাথে উপস্থিত ছিলেন বন্ধু, সন্তোষ পাল, সমীর রায়, সজল দাস ও বিশ্বজিৎ সাহা। উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রমের সম্পাদক নিবেশ ভৌমিক ও লোক শিল্পী সুবল গোপ প্রমূখ।