অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার :      শ্রাবন মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মদিন। এই তিথি উপলক্ষে মহা সমারোহে পালিত হলো জন্মাষ্টমী বা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব। এই দিনে গোটা ভারতবর্ষ জুড়ে শ্রীকৃষ্ণের ভক্তেরা সকাল থেকেই উপোস করে প্রানের ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করলেন সর্বত্রই।

উত্তরবঙ্গে রাজবংশী সমাজে জন্মাষ্টমী পালনে কচিকাচাদের আনন্দঘন মুহূর্তে চলে জল-কাদায় মাখামাখি নারিকেল খেলা। স্থানীয়ভাবে এই খেলাকে বলা হয় দধিকাদো খেলা।

পরম্পরাগতভাবে এলাকায় এলাকায় কিছু মধ্যবিত্ত ও বিত্তবান বাড়ির উঠোনে অথবা কিছু কিছু হরিমন্দির প্রাঙ্গনে আদিকাল থেকেই হয়ে আসছে এই দধিকাদো খেলা। এই উপলক্ষে আগের রাতে অধিবাস ও নাম সংকীর্তনেরও আয়োজন করা হয়।