জন্মাষ্টমী
তমাল সাহা

জন্ম কারাগারে, কার আগারে?
কারাগার তো ভাঙতে হবে
দেখালে সঠিক।
কংস ধ্বংস অনিবার্য
বার্তা রটে গেছে চতুর্দিক।

বাঁশি ফেলে দিলে!
টংকার তোলো ওই তো সরঙ্গ
নন্দক হাতে এ কোন বিভঙ্গ?
অন্য হাতে কৌমুদকী
বাজে পাঞ্চজন্য….
তুমি আসছো নাকি!

রাষ্ট্র দুর্বিনীত, সর্পিল গতি বক্র
দুর্নিবার বেগে ঘোরাও সুদর্শন চক্র!