রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    শিশুর জন্মানোর পর থেকেই ঠিক এই কথাই মনে হত ছোট্ট ত্রিদীপের বাবা মায়ের। কারন সন্তানের মুখের দিকে চোখ ভরে তাকানো যেত না। ঠোঁটের প্রান্ত বিশাল ভাবে ফাঁক করে কাটা। গরীব পরিবারের কাছে যা দুঃস্বপ্ন কিন্তু যার কেউ নেই তার সহায় স্বয়ং ঈশ্বর।

এই দুঃসময়ে ভগবানের বেশে হাজির হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ভয়েস অফ বেঙ্গল -যারা এই ধরনের শিশুর জীবনে আলোর দিশারী। যার সফল রূপায়নে হাওড়ার জৈন হাসপাতাল। তিনটি ধাপে অপারেশন করে মুখের স্বাভাবিকত্ব ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ জৈন হাসপাতালের চিকিৎসকরা। এখন লড়াই আর অপেক্ষা সুখবরের আশায় ।