অবতক খবর,২৭ আগস্টঃ নগর পরিষেবা তথা জন পরিষেবাকে আরো উন্নত করতে এবার কাঁচরাপাড়া পৌরসভার নতুন উদ্যোগ। কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী উদ্যোগে চালু হলো কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটির হোয়াটসঅ্যাপ নম্বর। যেখানে পৌর পরিষেবা সহ যে কোনো অভিযোগ জানাতে ছবিসহ মেসেজ পাঠাতে পারবেন শহরের নাগরিকরা।

নম্বরটি হল-8910927044। এই নম্বরে ছবি এবং লোকেশন সহ আপনার অভিযোগ জানালে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এদিন এইরকম নোটিশ জারি করেছেন কাঁচরাপাড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার সঞ্জীব বড়ুয়া।

চেয়ারম্যানের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।