অবতক খবর,৩০ মার্চ,সুমিত,কলকাতা: লেকটাউনের বাঙ্গুরে জমির ভুয়ো কাগজ তৈরি করে ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই। লেকটাউন থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সুমন এবং প্রদীপ নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। এরা মূলত জমির ভুয়ো কাগজ তৈরি করে তা বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। ধৃত দুই ব্যক্তির একজন বাগুইআটি এবং অন্যজন বারাসতের বাসিন্দা। আজ দুই অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, এক ব্যক্তি অভিযোগ করেন, জমি বিক্রির নাম করে তাঁর কাছ থেকে ৪০ লক্ষ টাকা নেওয়া হয়। এরপর ওই ব্যক্তি বুঝতে পারেন, ওই জমিটি অন্য লোকের এবং তিনি প্রতারিত হয়েছেন। বুঝতে পেরেই তিনি লেকটাউন থানার দ্বারস্থ হন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে লেকটাউন থানার পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, এটা একটা ডিসপিউট জমি। এই জমির যে আসল মালিক, তার স্বাক্ষর নকল করে ভুয়ো কাগজপত্র তৈরি করে এই দুই অভিযুক্ত। তারপর তা বিক্রির নাম করে তার কাছ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।