অবতক খবর,৪ মার্চ,নদীয়া:- কিছুক্ষণ পরেই হতো জমির রেজিস্ট্রি। সেই কারণে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নদীয়ার শান্তিপুর স্টিমার ঘাট এর বাসিন্দা পিন্টু কবিরাজ। তার দাবি অনুযায়ী, তাদেরই শরিক অভিজিৎ কবিরাজ বিশ্বজিৎ কবিরাজ এবং আরো বেশ কয়েকজন জমি না কিনতে দেওয়ার উদ্দেশ্যে চড়াও হয় তাদের ওপর। তার ছেলে বাপন কবিরাজের মাথায় বাঁশের বাড়ি মারে, রক্তাক্ত অবস্থায় ছেলেকে শান্তিপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অন্যদিকে অভিযুক্ত অভিজিৎ কবিরাজ এবং বিশ্বজিৎ কবিরাজের পক্ষ থেকে প্রথমেই একটি লিখিত অভিযোগ জমা করে যায় বলে জানা গেছে বিশেষ সূত্র অনুযায়ী। যদিও অভিযুক্ত অভিযুক্ত অভিজিৎ বিশ্বজিৎ এবং ইন্দ্রজিৎ দের বাড়ির পক্ষ থেকে স্বপ্না কবিরাজ জানান তারা কেউই রেজিস্ট্রির বিপক্ষে ছিলেন না, নিজেদের জমির সীমানা নির্ধারণ করে তবেই রেজিস্ট্রি চেয়ে ছিলেন । এই ঘটনাকে কেন্দ্র করে ভুল বুঝে আমার ছেলেদের বস এবং লোহার রড দিয়ে মারতে আসলে বেকায়দায় তার নিজের ছেলের মাথায় লেগে যায়।