অবতক খবর,১৮ জুন,জলপাইগুড়িঃ ফের নদীতে তলিয়ে গেল এক কিশোর। তার সন্ধানে রবিবার ধূপগুড়ি ব্লক প্রশাসন ইতিমধ্যেই সিভিল ডিফেন্স নামিয়েছে।ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর গোসাইহাট এলাকার গিলান্ডি নদীতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে দুই বন্ধ মিলে গিলান্ডি নদীতে মাছ ধরতে নামে।একজন উঠে গেলেও অপর কিশোর জলের তোড়ে ভেসে যায়। জানা গিয়েছে, হরিমন্দির এলাকার বাসিন্দা বছর দশের প্রিত্তিশ রায় ও তার অপর বন্ধু নদীতে মাছ ধরতে নামে। বন্ধু তলিয়ে গেলেও শনিবার দিনের বেলা কাউকেই জানায় নি অপর বন্ধু। রাতে প্রিত্তিশ রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকেরা খোজ খবর শুরু করে।
তারপরই অপর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে তলিয়ে যাওয়ার ঘটনাটি জানা যায়।তারপরই রবুবার সকাল থেকে পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করা হয়।ধূপগুড়ির বিডিও নিজেই সিভিল ডিফেন্সের সঙ্গে বোটে করে উদ্ধার কাজে নেমে যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে,গিলান্ডি নদীর ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত এখনও সন্ধান চালানো হয়েছে। তবুও সন্ধান মেলে নি। দিনের বেলা সিভিল ডিফেন্স উদ্ধার কাজ চালিয়ে যাবে।কিন্তু রাত হলেই উদ্ধার কাজ বন্ধ করা হবে বলেও জানা গিয়েছে।