অবতক খবর,২১ জুন,জলপাইগুড়িঃ ভ্যাকসিন দেওয়ার ফলে তিন মাসের শিশু মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার সৃষ্টি হয় ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা গ্রাম ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মহামায়া সাব সেন্টারে।
আশা কর্মী ভারতী রায়কে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে মৃত শিশুর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েন ওই আশা কর্মী। গুরুতর আহত অবস্থায় ওই আশা কর্মীকে তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় গতকাল মৃত শিশুর বাবা-মা সহ মোট দশজনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।