অবতক খবর,১৭ জুলাই: সবজির দাম নিয়ন্ত্রণ মরিয়া জেলা প্রশাসন। জেলায় সুফল বাংলা মাধ্যমে আলু পেঁয়াজ নিয়ে বাজারে বাজারে মোবাইল ভ্যান। পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ ও বিপণন দপ্তরের অধীন সুফল বাংলার মাধ্যমে সুলভ মূল্যে আলু ও পিয়াজ বিক্রয় কেন্দ্র চালু হলো জলপাইগুড়ি জেলা জুড়েই বেশ কয়েকটি মোবাইল ভ্রাম্যমান গাড়ি প্রায় ৩০ টি পয়েন্টে বাজার এলাকায় এই পরিষেবার চালু থাকবে বলে জেলাশাসক শামা পারভিন জানান।
জলপাইগুড়ি শহরের বলখানা বাজার দিনবাজার সহ বিভিন্ন বাজার এলাকায় সুলভ মূল্যে আলু এবং পেঁয়াজ ক্রেতাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। আজও খুচরো বাজারে আলুর দাম ৩৫ টাকা এবং পেঁয়াজ ৪২ টাকা কিলো বিক্রি হচ্ছে বলে জানা যায়। তবে এই সরকারের চলে আলু ২৮ টাকা এবং পেঁয়াজ ৩৮ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে।