অবতক খবর,৮ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: একদিকে যখন ট্রাফিক আইন নিয়ে সচেতনতা মূলক প্রচার চলছে তখনই আবার ঘটে গেল পথদুর্ঘটনা। ৩১ নং জাতীয় সড়কের জলপাইগুড়ি গোশালা মোড়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হল একজনের।মৃতের নাম অভিনব শিকদার(১৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইকে করে দুজন গোশালামোড় থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়ের দিকে যাচ্ছিল সেসময় গোশালা মোড়ের কাছে বাইকটিকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে একটি শিলিগুড়ি থেকে ময়নাগুড়ি গামী একটি ছোট চার চাকার গাড়ি। যারফলে বাইক থেকে ছিটকে পড়ে যায় দুজনই। গাড়ি দুটোরই দুমড়ে-মুচড়ে যায়। তৎক্ষণাৎ স্থানীয়রা দুজনকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে যায়। কিন্তু সেখানে মৃত্যু হয় বাইক চালক অভিনব শিকদারের। বাইকে থাকা অপরজন গুরুতর আহত । তার নাম এম ডি মনজিল ( ১৯) । জানা গেছে দুজনেরই বাড়ি জলপাইগুড়ির কালিয়াগঞ্জ এবং ডেঙ্গুয়াঝাড় সাহেববাড়ি এলাকায় ।
এদিকে খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে সদর ট্রাফিক ওসি এবং হাইওয়ে ট্রাফিক ওসি সহ কোতয়ালী থানার পুলিশ। জানা গেছে ছোট গাড়ির চালককে গ্রেফতার করেছে কোতয়ালী থানার পুলিশ। গাড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী উৎপল দে বলেন, “ছোট গাড়িটি দ্রুতগতিতে চলছিল। এমনকি রাস্তায় আমাদেরকেও লাগিয়ে দিত। আমরা কোনমতে বেঁচে যাই। তারপর সামনের এই বাইকটির পিছনে ধাক্কা মারে।”