নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ৯ই ডিসেম্বর :: জলপাইগুড়ি :: জলপাইগুড়ি শহরের ধরধরা নদী,চেনা নদীর অচেনা মুখ।ধরধরা নদী এখন দূষণে জর্জরিত।জলপাইগুড়ি জেলা হাসপাতালের গা ঘেঁষে গিয়েছে এই নদী। বর্তমানে নদীটি কার্যত নিকাশি নালায় পরিণত হয়েছে।বিভিন্ন এলাকা থেকে কিছু মানুষ নদীতে বর্জ্য ফেলে চলেছেন বলে অভিযোগ।
নদী সংলগ্ন এলাকাও নাকি দখল হয়ে গিয়েছে।নদীর আশেপাশ থেকে বেরোচ্ছে বর্জ্যের গন্ধ।যার জেরে কার্যত মানুষজনের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে।সেচ দপ্তর থেকে কোনো নজরদারি নেই বলে অভিযোগ। শুয়োরের পাল নদী চত্বরে চষে বেড়াচ্ছে নিয়মিত। এতটাই দূষণে ভরে গিয়েছে যে নদীর পাশ দিয়ে বর্জ্যের গন্ধে যাতায়াত করা যায় না।আবর্জনা জমে থাকার কারণে জলজ প্রাণীর বংশবিস্তারের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। ফলে বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে।