নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::জলপাইগুড়ি ::৭ই ডিসেম্বর :: কোতোয়ালি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানান, আসাম থেকে রাজস্থানে পাচার করা হচ্ছিল ওই বিপুল পরিমাণ মাদক। ট্রাকটির হুডের মধ্যে বস্তাবন্দি করে রাখা ছিল আফিম ও ব্রাউন সুগার। তল্লাশি চালাতে গিয়ে বেরিয়ে আসে বস্তাটি।
বেআইনি মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত কয়েক মাসের মধ্যে প্রায় দশ কোটি টাকার ব্রাউন সুগার, আফিম, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
কয়েকটি গাড়ি সহ বেশ কয়েকজন পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। পাচারকারীদের বেশিরভাগই রাজস্থান, হরিয়ানা ও বিহার এলাকার বাসিন্দা বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নিয়ম মাফিক তল্লাশি চালানোর সময় বাজেয়াপ্ত করা হয় ওই ট্রাকটিকে। জানা গিয়েছে, প্রায় ট্রাকটি। কিন্তু ট্রাক ফেলে পালিয়ে যায় চালক।