অবতক খবর,১১ আগস্ট,জলপাইগুড়ি:অত্যন্ত মর্যাদার সাথে জলপাইগুড়িতে পালিত হল ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস ক্ষুদিরাম বসুর ১১৪তম আত্মবলিদান দিবস।
এই দিনটিতে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ খোলার দাবি জানালো এসএফআই ও ডিওয়াইএফআই।
বুধবার জলপাইগুড়ি সদর দক্ষিণ কমিটির উদ্যোগে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয়। পাণ্ডাপাড়া কালীবাড়িতে অবস্থিত ক্ষুদিরামের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করেন এসএফআই ও ডিওয়াইএফআই নেতারা। এছাড়া উদ্বোধনী সঙ্গীত ও আলোচনার মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়। করোনার কারণে এবারও ছোট আকারেই দিনটি পালন করা হয়।
উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের জোনাল সম্পাদক অঞ্জন সেন, এসএফআই সম্পাদক বাবুল রায় প্রমুখ নেতারা।
এরই পাশাপাশি এদিন
জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীনভ্যালী ও হলদিবাড়ি ইউনিক ক্লাবের সদস্যরা বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করেন। বুধবার সকালে শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে সদস্যরা শ্রদ্ধা জানায়।