অবতক খবর,২০ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: জলপাইগুড়ি সাইক্লিং ক্লাবের প্রতিষ্ঠা দিবস উদযাপন হল সোমবার। ঠিক এক বছর আগে করোনা আবহে মানুষকে শরীর চর্চার মাধ্যমে সুস্থ জীবন যাপনের বার্তা পৌছে দিতে শহরের কয়েকজন যুবক মিলে ক্লাবটি তৈরি করেছিল। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ২৮ জন। এদিন ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ১০ কিলোমিটার সাইকেল রাইডের আয়োজন করা হয়েছিল। ক্লাবের সদস্যরা এদিনের রাইডে অংশ নেন। রাইডটি কদমতলা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পুনরায় কদমতলা মোড়ে শেষ হয়। প্রতিষ্ঠা দিবসে এই রাইডের মাধম্যে সুস্থ থাকতে হলে নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই। আর শরীর চর্চার অন্যতম অংশ সাইকেল চালানো। একই সাথে দুষণ মুক্ত সমাজ গড়তে যাতে সকলেই দিন অন্তত একবার সাইকেল ব্যবহার করেন সেই আবেদন রাখা হয় ক্লাবের তরফে।