অবতক খবর,১৫ সেপ্টেম্বর: টানা বৃষ্টিতে জলমগ্ন পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল। হাসপাতালে এমারজেন্সি থেকে ওয়ার্ড বিভিন্ন জায়গা জলমগ্ন। জলের মধ্যে রোগীরা ভর্তি রয়েছেন এবং নার্স ও আয়া জলের মধ্যে তাদের চিকিৎসা চালাচ্ছেন।
রোগীদের অভিযোগ, ভোট আসে ভোট যায়, নেতারা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট যাওয়ার পরে সেই প্রতিশ্রুতি আর কেউ রাখে না। জলের মধ্যে ভাসতে দেখা যাচ্ছে নোংরা-আবর্জনা,গামলা।
হাসপাতালে কর্মরত নার্স এবং তাদের অভিযোগ,টানা একটু বৃষ্টি হলেই পানিহাটি হাসপাতালে জল জমে যায়। এই জলের মধ্য দিয়েই তাদের কাজ করতে হয়। রাতের অন্ধকারে পোকামাকড় এবং বিষাক্ত সাপের উপদ্রব হাসপাতাল জুড়ে। এই বিষয়ে হাসপাতাল সুপারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি।