অবতক খবর,৩ আগস্ট,জলপাইগুড়ি:জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনার কবলে দুই যুবক। এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।আরেকজনকে গুরুতর আহত অবস্থায় বানারহাট হাসপাতালে নিয়ে যায় বানারহাট থানার পুলিশ।
সোমবার রাত আনুমানিক ৮.৩০টা নগাদ বানারহাট ব্লকের গয়েরকাটা-আংরাভাসা মাঝে এশিয়ান হাইওয়ে-৪৮ এর ওপর এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবককে হাসপাতালে নিয়ে যায় বানারহাট থানার পুলিশ।

জানা যায়, ধূপগুড়ির পুরসভার ১৬ নং ওয়ার্ডের পাল পাড়ার চার যুবক দুটি বাইক নিয়ে জল্পেশ মন্দিরে পুজো দিয়ে লাটাগু ড় মহাকাল ধাম হয়ে বানার থেকে ধূপগুড়ি ফিরছিলেন।একটি বাইকে দুই যুবক দাঁড়িয়ে থাকলেও অন্য দুই যুবক দ্রুত বেগে বাড়ি ফিরছিল।গয়েরকাটা-আংরাভাসার মাঝে আসতেই কোনো গাড়ির সাথে জোর ধাক্কায় ছিটকে পড়ে দুই বাইক আরোহি। ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়।অন্য যুবকের অবস্থা আশঙ্কাজনক।
সুত্রের খবর,এদিন রাত ৮.৩০ নাগাদ জোর শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দেখে একটি বাইক নিয়ে দুই যুবক ছিটকে পড়ে রয়েছে।দুমরে মুচরে রয়েছে বাইকটি।খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে বানার হাট থানার মোবাইল ভ্যান এবং জীবিত যুবককে উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতেতে ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহটি বানহাট থানায় নিয়ে যায় পুলিশ।
পরক্ষনেই ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি দমকল বাহিনী।