অবতক খবর,২ সেপ্টেম্বর: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসের শ্রাবণী মেলা একমাস ব্যাপী চলে।আর সেই মেলা শেষ হয়ে যাওয়ার পর মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় পড়ে থাকে নোংরা আবর্জনা, আর সেই নোংরা আবর্জনা সাফাই এর কাজে হাত লাগালেন রামমোহন রায় ফ্যানস ক্লাব।

জানা গেছে এদিন রামমোহন রায় ফ্যানস ক্লাবের উদ্যোগে মন্দির চত্বরে থাকা নোংরা আবর্জনা সাফাই করলেন জানা গেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে শ্রাবণ মাসে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ,এই মন্দির চত্বরে।

আর সেই মন্দির চত্বরেই নোংরা আবর্জনা সাফাই অভিযান করতে পড়ে খুশি রামমোহন রায় ফ্যাসন ক্লাবের প্রত্যেকটি সদস্য ও সদস্য এদিন মোট ৫০ জন সদস্য ও সদস্যা মিলে এই সাফাই অভিযান কর্মসূচি পালন করেন। আগামী দিনে তারা পাশেই থাকা জটিলেশ্বর ও জটেশ্বর মন্দির চতুর সাফাই অভিযান করবেন বলে জানান।

পাশাপাশি এদিন সেকেন্ড ওপেন তাই কুন্ডু সোনাজয়ী অসীম রায় কে সম্বর্ধনা তুলে দিলেন।