অবতক খবর,২৫ জানুয়ারি: দীর্ঘদিন যাবৎ কুলপি থানার শ্রীনগরে 117 নম্বর জাতীয় সড়কের পাশে প্লাস্টিক কারখানার আবর্জনায় বন্ধ হয়ে যাচ্ছে খালের জল নিকাশি ব্যবস্থা।
এমনই অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন স্থানীয় মানুষজন ও এলাকার চাষীরা।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় মানুষজন জানান, শীঘ্রই খাল পরিষ্কার না করলে চাষের ব্যাপক বিঘ্ন ঘটবে।

এই শ্রীনগর এলাকায় পাশাপাশি দুটি প্লাস্টিক কারখানা আছে।আমরা একটি কারখানা মালিকদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি।

এই বিষয়ে কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার টেলিফোনে আমাদের জানান, যে খোলা আকাশের নীচে এই প্লাস্টিক কারখানা চালানোয় পরিবেশ দূষণ হচ্ছে। পাশাপাশি এলাকার চাষীদেরও সমস্যা হচ্ছে। সুতরাং পরিবেশ দপ্তর ও স্থানীয় প্রশাসন নিশ্চয়ই বিষয়টি তদন্ত করবেন।