অবতক খবর :: শিলিগুড়ি :: জাকিয়ে বাড়ছে মাষ্ক বিক্রি করোনা আতঙ্ক বেড়েই চলেছে শিলিগুড়িতে। গতকাল আরো একজনের মৃত্যুর খবরে আতঙ্ক বাড়ছে শিলিগুড়িতে। সঙ্গে সঙ্গে বাড়ছে মাষ্কের কালোবাজারী। ২৫ টাকার মাষ্ক বিক্রি হচ্ছে প্রায় ষাট টাকায়।
করোনা আতঙ্কে একেবারেই বন্ধ হয়ে গেছে মলের বাজার, আতঙ্কে সিনেমা হল এবং মলগুলির দিকে পা বাড়াতেই চাইছেন না কেউ। বাজার একেবারেই শুন্য হয়ে গেছে। মাংশের দোকানগুলিতে। মুরগীর মাংশের দাম পঞ্চাশ টাকাতে এসে পৌছিয়েছে।
গতকাল করোনাতে একজনের আরো মৃত্যুর খবরে আতঙ্ক গ্রাস করেছে ষ্কুলগুলিতেও।শিলিগুড়ির ইংরেজী মাধ্যমের ইষ্কুলগুলিতে একত্রে আগামী সপ্তাহ আলোচনা হবার কথা আগামী দিনে কিভাবে চালানো হবে তা নিয়ে।এদিকে করোনা আতঙ্ক গ্রাস করেছে অনুষ্ঠান বাড়িগুলিতেও নিতান্তই জরুরী না হলে সব অনুষ্ঠান বাতিল করে দিচ্ছেন আয়োজকরা।