অবতক খবর,১৫ আগস্ট: আজ ছিল ভারতীয় স্বাধীনতা দিবসের ৭৫তম দিবস। এই দিনটি সাড়ম্বরে পালিত হয়েছে যেহেতু এটি প্লাটিনাম জুবিলি।
এইদিন এই অঞ্চলের সমাজকর্মী চন্দন রায় জাতীয় পতাকার মান রক্ষার জন্য আক্রান্ত হলেন কাঁচরাপাড়া সতীশ নন্দী প্রাইমারি স্কুল সংলগ্ন একটি অঞ্চলে। এখানে কিছু তরুণের সমাগম তিনি দেখেন।
তিনি দেখেন সেখানে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। কিন্তু জাতীয় পতাকার চেন মাটিতে লুটোচ্ছে। তিনি তাদের সামনে গিয়ে প্রতিবাদ করেন যে, কেন জাতীয় পতাকা মাটিতে লুটোচ্ছে?
তাঁর এই প্রতিবাদী স্বর শুনে তারা হকচকিয়ে যান এবং তারা তখন যুক্তি খাড়া করেন যে, আমরা পতাকাগুলো খুলে নিচ্ছি,তাই…
কিন্তু তিনি যে ভিডিওটি করেছেন, তাতে দেখা যাচ্ছে যে, জাতীয় পতাকা ভূলুণ্ঠিত রয়েছে। পরবর্তীতে এই নিয়ে কথা কাটাকাটি তর্কবিতর্ক হয়। তখন ওই দলের মধ্য থেকে দুজন তার অভিযোগে বিশ্বজিৎ নন্দী এবং অয়ন চক্রবর্তী নামে দু’জন তরুণ তার উপর আক্রমণ করে।
তার গলায় আঘাত করে এবং সে রীতিমত আহত হয়।
এর পরবর্তীতে চন্দন রায় বীজপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং বীজপুর থানা তার এই জনহিতকর কার্যকলাপ সম্পর্কে অবহিত।
ফলত, তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করবেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।