অবতক খবর, নদীয়া: ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ঠিক তার আগের দিন ২৫ ডিসেম্বর জাতীয় ভোটাধিকার দিবস। কিশোর পেরিয়ে প্রথম যুবক বা সাবালক হওয়ার মুহূর্তে দেশ রাজ্য কি পথে চলবে, তা ধনী-দরিদ্র, ধর্ম জাতি নির্বিশেষে সকলকে সমান অধিকার দেওয়া সচিত্র পরিচয় পত্রটি তুলে দেওয়ার মাধ্যমে পালিত হলো জাতীয় ভোটার দিবস।

নদীয়া জেলার কৃষ্ণনগরে পালিত হলোজাতীয় ভোটার দিবস। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সকল উচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিকেরা। নৃত্য -সংগীত সহ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভোটারদের অবহিত করা হয় ভোট দান সম্পর্কে। আগামী দিনে তাদের দেওয়া একটি ভোট দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাও ব্যাখ্যা করে বোঝানো হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। চলতি বছরেই জেলার ১১ পুরসভার  মধ্যে ১০ পুরসভার ভোট হতে চলেছে। তারপরে বিধানসভা, পঞ্চায়েত, লোকসভা এভাবেই গুরুত্বপূর্ণ প্রশাসনের প্রতিনিধি হিসেবে গণতন্ত্রের সাথে ভোট দানের মাধ্যমে গড়তে পারবেন তারা। নতুন ভোটার মধ্যে  উৎসাহ ছিল চোখে পড়ার মতো।