অবতক খবর,১৯ ফেব্রুয়ারী,মালদা :- জাতীয় সড়কের উপরে উদ্বোধনের আগেই উড়ালপুলে ফাটল। নিম্নমানের কাজের অভিযোগ।সেই খবর সম্প্রচারিত হওয়ার পর সংস্কারের কাজ শুরু হলেও সেই কাজেও বেনিয়মের অভিযোগ।অভিযোগকারী কংগ্রেসের জেলা পরিষদ সদস্যার অভিযোগ মানুষের চোখকে ফাঁকি দিয়ে ফাটল না ঠিক করে শুধুমাত্র ফাটলের উপর সিমেন্টের প্রলেপ দেওয়ার কাজ হচ্ছে।
তৃণমূলের অভিযোগ এই কাজ কেন্দ্রীয় সরকারের। বিজেপি সাংসদ মোটা অংকের টাকা নিয়েছেন তাই কাজ খারাপ হচ্ছে। যদিও এই অভিযোগ কে নস্যাৎ করে বিজেপি সাংসদের দাবি কোন দুর্নীতি বরদাস্ত হবে না। কাজ খারাপ হলে ভেঙে নতুন করে কাজ করতে হবে।
সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসিহাটা এলাকায় জাতীয় সড়কের উপর নির্মাণ হয়েছে উড়ালপুল। যদিও বাইপাসের কাজ সমাপ্ত না হওয়াই জাতীয় সড়কের সঙ্গে উড়ালপুলের এখনও সংযোগ স্থাপন হয়নি।করা হয়নি উদ্বোধন।
কিন্তু তার আগেই একাধিক জায়গায় দেখা যায় ফাটল।আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় কংগ্রেসের জেলা পরিষদ সদস্যা চুমকি দাস জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন এই কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে। সেই খবর সম্প্রচারিত হয়। তারপর উড়ালপুল সংস্কারের কাজ শুরু হলেও সেখানেও বেনিয়মের অভিযোগ উঠছে।
অভিযোগ শুধুমাত্র সিমেন্টের প্রলেপ দিয়ে ফাটল ঢাকা হচ্ছে। কিন্তু ভেতর থেকে কোন কাজ হচ্ছে না। যার ফলে বিপদ থেকেই যাচ্ছে। কংগ্রেসের জেলা পরিষদ সদস্যার দাবি যাতে মানুষের কথা ভেবে কাজ সঠিক ভাবে হয়। আবার তৃণমূলের অভিযোগ এই কাজ জাতীয় সড়ক কর্তৃপক্ষের।
এখানে রাজ্যের কোন কিছু করার নেই। উত্তর মালদার বিজেপি সাংসদ মোটা অংকের টাকা নিয়ে চলে গেছেন। যার ফলে কাজ খারাপ হচ্ছে। অন্যদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি কোন দুর্নীতি বিজেপি করে না এবং বরদাস্ত করে না। কারা এর সঙ্গে যুক্ত আছে সেটা দেখতে হবে। আর কাজ খারাপ হলে ভেঙে কাজ করতে হবে।