অবতক খবর : গোপাল মন্ডল : বিষ্ণুপুর :     ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশেই বেআইনি ভাবে রমরমিয়ে চলছে প্রমোটিং ব্যবসা। বিষ্ণুপুর থানার নাকের ডগায় চলছে বেআইনি প্রমোটিং ব্যবসা এক পশলা বৃষ্টিতে। পিচের রাস্তা হয়ে ওঠে কাদায় ল্যাপটপে। বাইক থেকে চারচাকা প্রত্যেকেই পথ দুর্ঘটনার কবলে। শতাধিক বাইক আরোহী এমনটাই দুর্ঘটনার কবলে পড়েছে।বেশ কয়েকজন আমতলা গ্রামীণ হসপিটালে চিকিৎসাধীন। একজনের অবস্থার অবনতি দেখে তাকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার নাম উত্তম কয়াল বয়স বছর ৪৫।

স্থানীয় সূত্রে জানা যায় উত্তমএর বাড়ি গোবিন্দপুর। বেসরকারি একটি কোম্পানিতে চাকরি করেন।বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। তবে স্থানীয় মানুষ ও বিরোধীদলের নেতার অভিযোগের তীর শাসকদলের দিকে। বিজেপির জেলা সহ-সভাপতি সুফল ঘটুর মন্তব্য শাসকদলের দলদাস পুলিশ প্রশাসন। তাই পুলিশের নাকের ডগায় চলছে বেআইনি কাজ কর্ম শুফল আরো বলেন যারা পথদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তাদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে প্রশাসনকেই।