অবতক খবর,১৬ ফেব্রুয়ারি, মালদা: জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা। যার জেরে বৃহস্পতিবার সকালে চাঁচল – হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ শেষমেষ ট্রাফিক ওসির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অবরোধকারীরা।উল্লেখ্য, ঠিক তিন বছর আগে শুরু হয় ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ।
কিন্তু দীর্ঘদিন ধরে নানান টালবাহানার কারণে খুবই ধীরগতিতে চলছে চাঁচল-হরিশ্চন্দ্রপুর রাস্তা সম্প্রসারণের কাজ। এবড়ো-খেবড়ো রাস্তা থাকার কারণে ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। রাস্তা বেহাল থাকার জেরে দু দিন আগে হরিশ্চন্দ্রপুর থেকে আসা একটি পাথরবোঝাই লরি উলটে দুর্ঘটনা ঘটে। গুরুতরভাবে জখম হন গাড়ির চালক এবং খালাসী। স্থানীয় বাসিন্দাদের দাবি, চাঁচলের রানী কামাত থেকে হরিশ্চন্দ্রপুর পর্যন্ত ৮১ নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল। কোথাও খুঁড়ে, আবার কোথাও মাটি ফেলে রাস্তা হয়ে উঠেছে মরণ ফাঁদ। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।