অবতক খবর,২৫ জুন: জামিন পেয়েই প্রথমে রাজ্যের গুরুত্বপূর্ণ পদ, তারপরেই আগের স্কুলেই ফের নিযুক্ত হলেন তৃনমূল বিধায়ক জীবনকৃষ্ণ।

শিক্ষক নিয়োগ দূর্নীতি কান্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে এক বছর পর জামিন পেয়েছেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তথ্য ও প্রমান লোপাটের অভিযোগে সি বি আই এর হাতে গ্ৰেফতার হয়ে ১ বছর জেল, হেফাজতেই ঠাঁয় হয়েছিলো তৃনমূল বিধায়কের।তবে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনেল মধ্যেই জামিন নিয়ে বড়ঞার আন্দির বাড়িতে প্রবেশ করেন জীবনকৃষ্ণ।

আর তার জামিনের তিন মাস কাটতে না কাটতেই ফের বিরোধীদের চমকে দিলেন তৃনমূল বিধায়ক। গতকালকেই রাজ্যের পরিবহন দপ্তরে ডিরেক্টর পদে যোগদান করেন তৃনমূল বিধায়ক এবং আজ তাকে দেখা গেলো তার পুরোনো স্কুলে ফের সহকারী শিক্ষক পদে নিযুক্ত হয়ে আজ আজ থেকেই শিক্ষকতা জীবন শুরু করতে।