অবতক খবর,১৭ ফেব্রুয়ারিঃ কাঁকিনাড়া এক্সাইড ব্যাটারির সামনে ইউনিয়নগত ঝামেলায় ১৩ই ফেব্রুয়ারি গন্ডগোল হয়েছিল দুই ইউনিয়নের মধ্যে ।জগদ্দল থানার পুলিশ প্রথমে চারজনকে গ্রেফতার করলেও সঞ্জয় সিং এর নাম এফআইআর থাকলেও তাকে গ্রেফতার করেনি পুলিশ। পরে গতকাল রাতে ৩৪১’৩২৩’৩২৫ ৩৪ আইপিসি ধারায় জগদ্দল থানার পুলিশ অর্জুন সিংহের ভাইপো সঞ্জয় সিং কে গ্রেফতার করে। আজ তাকে তোলা হয়েছিল ব্যারাকপুর আদালতে তার জামিন মঞ্জুর করে ব্যারাকপুর আদালত।জামিনে মুক্ত হয়ে সঞ্জয় সিং সোজা পৌছে যান এক্সাইড ব্যাটারি ফ্যাক্টারি গেটে।সেখানে তাকে ঘিরে তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের উন্মাদনা ছিলো চোখে পড়ার মতোন।

ফুলের মালা পড়িয়ে তাকে অর্ভ্যথনা জানান তার অনুগামীরা।সাংসদের ভাইপো জানান, আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়ে কেউ বা কারা ভয় দেখাতে চাইছে।কিন্তু কোন লাভ হবে না।আমি শ্রমিকদের পাশে সবসময় ছিলাম আজও আছি।তাই আমাকে ভয় দেখিয়ে লাভ হবে না।