অবতক খবর,৩১ অক্টোবর: আসন্ন কালীপূজা ও ছট পূজা নিয়ে সমস্ত পূজা কমিটি এবং সর্ব ধর্মের মানুষদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় চোপড়া গ্রাম পঞ্চায়েত হল ঘরে । রবিবার সকালে চোপড়া গ্রাম পঞ্চায়েত মিটিং হল ঘরে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি হেমন্ত কুমার শর্মা, চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোঃ আজহারউদ্দিন, চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান কারান মার্ডি , পঞ্চায়েত সঞ্চালক হাসান কামাল রানা , ফজলুল হক, মঃ হানিফ সহ সমস্ত পূজা কমিটির সদস্যরা। আজকের এই বৈঠকে চোপড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কালীপূজা ও ছট পূজা নিয়ে কিছু বিধিনিষেধ এবং শান্তিপূর্ণভাবে পালন করা নিয়ে আলোচনা করা হয়।

যেহেতু দাসপাড়া, ঘিরনিগাঁও লক্ষ্মীপুর অঞ্চল সহ মোট 5 টি অঞ্চল বাংলাদেশ সীমান্ত লাগোয়া। তাই এই এলাকায় সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি রয়েছে। সেজন্য সমস্ত পূজা কমিটি গুলিকে সন্ধ্যার আগেই বিসর্জন দিতে বলা হয়েছে। এবং সমস্ত রকমের আইনশৃঙ্খলা বজায় রেখে কালীপূজা ও ছট পূজা উৎসব পালনের জন্য আবেদন রাখা হয় চোপড়া থানা এবং চোপড়া প্রশাসন এর পক্ষ থেকে।