রামনবমীর কি মেজাজ!
ধর্মীয় মিছিল, এ কিসের আওয়াজ?
জিজ্ঞাসা ও জবাব
তমাল সাহা
আজ রামনবমী–
রাম জন্মেছিল নাকি সরযু নদী তীরে অযোধ্যায়!
সেখানে রামের আঁতুড়ঘর ছিল, যাকে বলে গর্ভগৃহ
রামের সম্মানে সেখানেই কি বাবর মসজিদ বানায়?
রামদশমী কবে কেউ কি জানে
রামের মৃত্যু হয়েছিল কোনখানে?
রামের জন্মদিন—
রামনবমীর মিছিল হয় এখনো।
আমি তো জানিনা
রামের শবদাহ হয়েছিল কোন শ্মশানে!
রামের শোকে মিছিল হয়েছিল কোন রাস্তায়
কারা জড়ো হয়েছিল সেই শবযাত্রায়?
রাম থাকুক আর না থাকুক
এখনো দেখি রামভক্ত হনুমান।
এখন তারা অন্যরূপী মানুষ-অমানুষ
ধর্মের দোহাই দিয়ে রক্তপায়ী
আমার তো এমনই অনুমান।