মানুষ এখনো পশুর আচরণ কাটিয়ে উঠতে পারেনি।
জীবজন্তু বিষয়ক
তমাল সাহা
জীবজন্তুপ্রেমী বলে
আমাদের বিশেষ পরিচিতি আছে।
তাই জীবজন্তুকে আমরা
জীবনের সঙ্গে যুক্ত করে নিয়েছি।
দেখেছো তো!
এখনও আমাদের বাঁদরামির শেষ নেই।
আমাদের নেতাদের গা যে গন্ডারের চামড়া দিয়ে তৈরি তা কে না জানে?
আমরা হস্তীমূর্খের দল
তাই নেতাদের শেয়ালিপনা দেখে
গাধার মতো মাথা নীচু করে চলি।
প্রজন্মদের পিঠে বইয়ের বস্তা চাপিয়ে
আমাদের সে কী ইঁদুর দৌড়!
আমরা নিজেরাই নিজেদেরকে
আস্ত বলদ বলে থাকি।
আমরা তো এখন
গোময় গোমূত্র সেবনও শুরু করে দিয়েছি।
শুয়োরের বাচ্চা বললে
এখন আর আমরা রাগি না।
আমাদের চেয়ে উঁচুতে যারা বসে আছে
তাদের পায়ের কাছে বসে আমাদের
বিড়ালের মতো মিউমিউ স্বর যে শোনেনি
সে তো মানুষই নয়।
কুকুর প্রভুভক্ত প্রাণী হলেও
শাসকের কাছে আমরা হাঁটু মুড়ে বসে
হিজ মাস্টার্স ভয়েজের কুকুরটার মতো
লম্বা জিভ বের করে থাকি।
আমরা সব হতে পারি কিন্তু
আমাদের বুনো হরিণের মতো দৌড় নেই
সিংহের মতো কেশর ফোলানো তেজ নেই।
বাঘের মতো ভয়ঙ্কর ডোরাকাটা দাগ তো নেই-ই, হালুম শব্দটিও আমাদের শব্দকোষ থেকে কবেই উধাও হয়ে গেছে।
আসল কথাটি বলি
আমরা ভেড়ার বাচ্চা হয়ে বসে আছি।
কে? কে? কে বললেন?
কোনদিক থেকে কথাটা এলো?
ভেড়ুয়া শব্দটি ভেড়া থেকে এসেছে।