অবতক খবর,১৯ ফেব্রুয়ারী : ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত জেঠিয়া থানায় ডিসিপির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো পুলিশ বন্ধু কর্মসূচি।এই পুলিশ বন্ধু কর্মসূচির অনুষ্ঠান থেকে সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দার ঘটে যাওয়া অনলাইনে প্রতারিত হওয়া ৪৫ হাজার টাকা উদ্ধার করে প্রাপকের হাতে তুলে দিলেন ডি সি নর্থ গণেশ বিশ্বাস।
পাশাপাশি প্রায় ১০ টির বেশি খোওয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে নির্দিষ্ট প্রাপকদের হাতে তুলে দেওয়া হল জেঠিয়া থানার পক্ষ থেকে।এইদিনের পুলিশ বন্ধু কর্মসূচিতে ডিসিপি নর্থজোন গনেশ বিশ্বাস, জেটিয়া থানার অফিসার ইনচার্জ উত্তম সরকার ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিক।
খোওয়া যাওয়া টাকা ও মোবাইল ফোন ফিরে পেয়ে যথেষ্টই খুশি সকল প্রাপকেরা। পাশাপাশি জেঠিয়া থানার এই উদ্যোগকে সাধুবাদ জানালেন প্রাপকদের পক্ষ থেকে।