অবতক খবর,১৬ জুলাইঃ এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে যার অবস্থান দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে উড়িষ্যা পর্যন্ত এবং মৌসুমী অক্ষরেখা নিজস্ব অবস্থান থেকে একটু দক্ষিনে রয়েছে সেই কারণে আমাদের রাজ্যে সরাসরি ভাবে কোনো প্রভাব পড়ছে না। এরফলে দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া বাঁকুড়া,কলকাতা,হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
ও মুর্শিদাবাদ বর্ধমান এইসব জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও এখন বৃষ্টির সম্ভাবনা নেই তবে মৌসুমী অক্ষরেখার কারণে 18 তারিখের পর থেকে বৃষ্টি বাড়বে এবং কুড়ি তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে সরাসরি সরাসরি সূর্যের আলো পড়ায় তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি বেড়ে গেছে এবং গত চার থেকে পাঁচ বছরে এই ঘটনা দেখা যায়নি।