জেলখানা বিষয়ক
তমাল সাহা
১)
কি কারণে জেল তৈরি হয়?
কারা কারা কেন তারা জেলে
পশ্চিমবঙ্গে এলে তার উদাহরণ মেলে!
২)
শিক্ষা sale!
শিক্ষা cell—
মানে কয়েদ ঘর, জেল!!
৩)
বাবা বলেছিল,
শেখার ইচ্ছে যত বাড়ে ততই ভালো
তোমার বুদ্ধিশুদ্ধি হবে খুব জোরালো।
এখন আমি জেলের প্রতিশব্দ শিখি
আর বারবার বাবার প্রতিকৃতি দেখি।
প্রতিশব্দে খুঁজে পাই
গারদ কয়েদ ঘর কারাগার লৌহ কপাট।
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস– খুলে দেখি সেখানে বিপ্লবীরা সব খুলেছে রাজ্যপাট!
জেলের এখন পরিবর্তিত নাম সংশোধনাগার
কি যে সংশোধন হলো কি জানি?
জেলের ভেতর এখন কামাইবাজ মন্ত্রী নেতা যত চোর ডাকাতের কারবার!