অবতক খবর,২২ মার্চ,মালদা:- জেলায় এই প্রথম হতে চলেছে বেঙ্গল অলিম্পিক। ৭, ৮, ৯ ও ১০ই এপ্রিল চার দিন ধরে মালদায় হতে চলেছে বেঙ্গল অলিম্পিক, তারই প্রস্তুতিতে গেমস টেকনিশিয়ানদের নিয়ে মাঠ পরিদর্শনে এলেন স্টেট গেমস -এর চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস।
বৃন্দাবনী মাঠ, মালদা ক্লাবের টেবিল টেনিস মাঠ, বিবেকানন্দ যুব ক্রীড়া সংস্থার মাঠ, জেলা ক্রীড়া সংস্থার মাঠ, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম, সাহাপুর পাবনা পাড়া মাঠ সহ জেলার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুলের মাঠে বেঙ্গল অলিম্পিক অনুষ্ঠিত হবে। শনিবার সকালে প্রথমে বৃন্দাবনী মাঠে এসে মাঠের পরিস্থিতি সহ পরিকাঠামো দেখেন। খেলোয়ার সহ অফিসিয়ালদের যাতে কোন সমস্যা না হয় তার সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন। পরিদর্শনে স্টেট গেমসের চেয়ারম্যানের সঙ্গে ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থা সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ফেডারেশনের সেক্রেটারি দেবব্রত সাহা সহ বিশিষ্ট খেলোয়াড়রা।
কর্তৃপক্ষরা জানান, টেবিল টেনিস, লং টেনিস, যোগা, হকি, সুইমিং প্রতিযোগিতা সহ মোট ২৮ থেকে ২৯ প্রকার গেমস অনুষ্ঠিত হবে এই বেঙ্গল অলিম্পিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় সাড়ে পাঁচ হাজার খেলোয়াড় ও খেলা পরিচালনার জন্য এক হাজার অফিসিয়াল মোট সাড়ে ছয় হাজার খেলার সঙ্গে যুক্ত ব্যাক্তিরা যুক্ত থেকে পুরো মালদা জেলা জমজমাট করে তুলবেন। জেলায় বেঙ্গল অলিম্পিকের আয়োজনে খুশি খেলোয়ার মহল।