অবতক খবর , সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- আগামী ৭ই ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরে সভা করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে ২১এর বিধানসভা নির্বাচনের প্রচারে নামবে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস , তারি বার্তা দেবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আর সেই সভার প্রস্তুতি বৈঠকে বসল পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার খড়গপুরে এই বৈঠকে হাজির জেলা সমস্ত বিধায়ক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের বৈঠকে কিভাবে এই সভা সফল করা হবে তার প্রস্তুতি নেওয়া হয়।

জেলা সভাপতি অজিত মাইতি জানান ৭ই ডিসেম্বরের এই সভাকে সফল করতে কাল থেকে জেলা জুড়ে প্রচার শুরু করছে তৃণমূল। রাজ্য সরকারের উন্নয়ন কে সামনে রেখে এই প্রচার চালানো হবে বলে জানিয়েছেন অজিত মাইতি।

“আর কোন কথা নাই , দিদি আসছে চলো ভাই।” এই শ্লোগান কে সামনে রেগে জেলা জুড়ে প্রচার শুরু করছে তৃণমূল। এর বার্তা অনুযায়ী জেলা তৃণমূল নির্দেশ অনুসারে ব্লকস্তরের চলছে প্রস্তুতি সভা

মূলত ২০২১ শের বিধানসভা ভোটে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বর্তমান শাসক দলের নেতাকর্মীরা এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।