অবতক খবর , নদীয়া : করোনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাই হোক বা সাধারণ বাজার হাট সর্বত্রই মাস্ক বিহীন জনসাধারণ। জেলায় করোনার সংখ্যা বেড়ে প্রায় ৩০০০ ছুঁইছুঁই। লকডাউনে গৃহবন্দী না থাকার চোর-পুলিশ খেলাও চোখে পড়ছে।
আইনি বাধা আর মাত্র দু’দিন আগামী শুক্র এবং শনিবার। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সময় জেলায় কয়জন আক্রান্ত মানে অত্যন্ত গুরুতর বিষয়! আজ একদিনে শান্তিপুর এই কুড়ি জন আক্রান্ত! রানাঘাট চাকদা কুপার্স তেহটটো কল্যাণী সর্বত্র রেকর্ড সংখ্যায় আক্রান্ত হচ্ছেন প্রতিদিন।
আপন ভালো পাগলেও বোঝে! কিন্তু আমরা বুঝব কবে? উদ্বিগ্ন কৃষ্ণনগরের সাংসদ তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্রও ।