বিনয় ভরদ্বাজ,অবতক খবর, ২৬ শে এপ্রিল ২০ :: করোনা ভাইরাস রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। কলকাতা ও হাওড়া পর তৃতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা । দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এই পর্যন্ত উত্তর 24 পরগনা বিভিন্ন এলাকাকে রেড় জোন করা হয়েছে । আজ খবর লেখা পর্যন্ত নৈহাটি গৌরীপুরে আরো এক জন রোগীর সন্ধান মিলেছে। নৈহাটি গৌরীপুরের তেলিয়াপাড়া এই 44 বছর বয়সী মহিলা রোগী পাওয়ার পর জেলাজুড়ে করোনা রোগীর সংখ্যা 48 হয়ে দাঁড়াল।
তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি করোনা রোগী সংখ্যা কলকাতাতেই ধরা পড়েছেন। এখানে 184 জন রোগী চিকিৎসায় রয়েছেন। হাওড়াতে 79 জন, মেদিনীপুরে 22 জন, হুগলিতে 12 জন, করোনা রোগী শনাক্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে এই পর্যন্ত করোনা রোগীর সংখ্যা 611 দাঁড়িয়েছে। যদিও 105 জন সুস্থ হয়েছেন ও সরকারি তথ্য অনুযায়ী 18 জন মারা গেছেন।
দক্ষিণ 24 পরগনা 12, পশ্চিম মেদিনীপুরের 7, নদীয়া 6, জলপাইগুড়ি 5 , দার্জিলিং 4, মুর্শিদাবাদ 2 ও পূর্ব বর্ধমান একটি করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে। এছাড়াও রাজ্যে আরো 223 টি করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন, তবে তাদের বিস্তৃত রিপোর্ট এখনো সরকারের পক্ষ থেকে জানানো হয়নি, যার কারণে এটা পরিষ্কার করে বলা যেতে পারছে না যে তারা কে কোন কোন জেলার। সব মিলিয়ে গত চারদিন ধরে রাজ্যে প্রতিদিনই 40 থেকে 50 জন করে করোনা রোগী বাড়ছে। এই পর্যন্ত 10893জন রোগীর টেস্ট করা হয়েছে।
কোন এলাকায় কতজন করোনা রুগী
সরকার ইতিমধ্যে রাজ্যের 7 জেলাকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। উত্তর 24 পরগনা জেলা তাতে অন্যতম। উত্তর 24 পরগনার করোনা রোগীর সংখ্যা মোট 48 জন ।কোন এলাকায় কতজন করোনা রুগী আসুন দেখে নেই। বিধান নগর কর্পোরেশন রয়েছেন 11 জন ,সাউথ দমদম 7, নর্থ দমদম 6, কামারহাটি 5, মধ্যমগ্রাম 4, বারানগর চার, নর্থ ব্যারাকপুর 2, বারাসাত 2, ভাটপাড়া 2, নৈহাটিতে 2 জন। এছাড়াও পানিহাটি ,খড়দহ, হাবরা ও টিটাগডে এ একজন করে করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে।