অবতক খবর,১২ আগস্ট: বালুরঘাট:জেলা ও রাজ্যস্তরের টুর্নামেন্ট শুরুর আগে দক্ষিণ দিনাজপুরের সমস্ত স্তরের খেলোয়াড়দের টিকা প্রদান শুরু হল বৃহস্পতিবার। পতিরাম স্পোর্টস এস্যোসিয়েশান সহ খেলাধূলার সঙ্গে জড়িত ক্লাবগুলি সরব হতেই এব্যাপারে উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জানা গিয়েছে, সামনেই ফুটবল খেলার মরশুম শুরু হচ্ছে। এরপরে ধীরে ধীরে ক্রিকেট সহ অনান্য খেলাধূলা শুরু হবে। এদিকে, জেলায়
ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস ইত্যাদি খেলার খেলোয়াড়রা রয়েছেন। এছাড়া আম্পায়ার, রেফারি, স্কোরার, গ্রাউন্ডসম্যানরাও সরাসরি খেলায় জড়িত থাকেন। সেকারণে এদের প্রত্যেককে করোনার টিকা প্রদানের দাবি উঠে। এরপরেই জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জেলা স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে এব্যাপারে উদ্যোগী হয়। টিকা জন্য ৪৭৮ জন আবেদন করেছে খেলোয়াড় ও খেলার সঙ্গে সরাসরি জড়িতরা। অবশেষে বালুরঘাট জেলা হাসপাতালের নিদিষ্ট কেন্দ্রে শতিনেক নথিভূক্তদের টিকা হল প্রথমদিন। বাকিরা শুক্রবার টিকা নেবে। পতিরাম স্পোর্টস এস্যোসিয়েশানের সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক বলেন, এই ভ্যাকসিন শুরুর জন্য আমরা কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থা, জেলা স্বাস্থ্য দফতর ও প্রশাসনকে। যারা আমাদের খেলার মাঠকে সচল ও নিয়মিত রাখার পাশাপাশি খেলার জগৎকে বাড়িতে তুলতে সহায়তা করেছে। যারা বা যে দলগুলি জেলা ও রাজ্যে খেলবে তাদের জন্য এই টিকা অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা তার দাবি তুলেছিলাম। খেলার মাঠের জন্য যে টিকার দরকার ছিল তার ব্যবস্থা দ্রুততার সঙ্গে হয়েছে।