অবতক খবর , সংবাদদাতা :: লকডাউন এ বন্ধ ছিল মন্দির। সেই কারণে কষ্টের মধ্যে মন্দির চত্বরে বসে থাকা ভিক্ষুকরা দিন কাটাচ্ছিলেন। রবিবার শহরে বিভিন্ন মন্দির চত্বরে বসে থাকা ভিক্ষুদের হাতে মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকে শাড়ি, মিষ্টি ,জামা ও কিছু অর্থ দিয়ে সাহায্য করলেন জেলা বিজেপি দক্ষিণ সাধারণ সম্পাদক শংকর তরফদার।
তিনি জানালেন লকডাউন এ মন্দিরে আসেনি পুণ্যার্থীরা, তাই চরম বিপাকে পড়েছেন মন্দিরে থাকা ভিক্ষুকরা। ভিক্ষাবৃত্তি তাদেরএকমাত্র জীবিকা। মন্দির খোলায় ওনারা এসেছেন মন্দিরে। রাজ্যের নির্দেশমতো বহরমপুর শহরের বিভিন্ন মন্দিরে বসে থাকা প্রায় 70 জন ভিক্ষুককে সাহায্য করা হলো। বিজেপির পক্ষ থেকে এমন সাহায্য পেয়ে খুশির সকলেই। আগামী দিনেও আরো নতুন কিছু পরিকল্পনা নিতে চলেছে জেলা বিজেপি।