অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- মুর্শিদাবাদ জেলার জেলা শাসকের কাছে পুন নিয়োগের জন্য জন্য তারা আবেদনপত্র জমা দিতে যায়। সকাল থেকে তারা বহরমপুর রাস্তায় মিছিল করে জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। সেখানে তাদের বক্তব্য ২০১৯ সালে ডিএম তাদের নিযুক্ত করেছিল ১৫০ জন কর্মীকে, কিন্তু লোকসভা ভোট থাকার জন্য তাদের পূর্ণ নিয়োগ হয়নি। কিন্তু খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা কথা বলতে যান

কিন্তু সেখান থেকে জানানো হয় জেলাশাসকের লেটার লাগবে। সেই কথা মতোই তারা জেলাশাসকের সঙ্গে কথা বলতে আছেন কিন্তু জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি বলেই তাদের অভিযোগ।

এবং পুলিশ প্রশাসন তাদের ওপরে অক্ষত গালিগালাজ ও মারধর করে বলে অভিযোগ। এবং ধান ক্রয় কর্মীদের মধ্যে কিছু জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে , দেড় বছর ধরে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও এখনো এই দেড়শো জন কর্মীর কোন সুরাহা হয়নি বলেই জানাচ্ছেন তারা। জেলাশাসক আবেদনপত্র জমা নেননি ।

 

সেই আবেদনপত্র তারা সদর মহকুমা শাসকের কাছে জমা করেছেন তাদের একটাই দাবি তাদের পুনর্নিয়োগ করতে হবে। বিধি ভঙ্গের অভিযোগে ১৫ জনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ।